আওয়ার ইসলাম: ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার জামিয়া আজিজিয়া কাসেমুল উলুমের বারসালা দস্তারবন্দী ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনে অতিথি হয়ে আসছেন ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী। এছাড়াও বিশিষ্ট উলামায়ে কেরাম সম্মেলনে আসবেন।
সম্মেলনে নবীন, প্রবীণ মিলে প্রায় ৩০০ আলেম পাগড়ি নেবেন বলে জানা গেছে।
জানা যায়, ১৯৫৮ সালে বিশিষ্ট দানবীর হাজি বদিউজ্জামানের দেয়া জমিতে পটিয়ার মুফতী আজিজুল হক রহ. এর হাতে ভিত্তিপ্রস্তর হয় এ ছোট্ট মাদরাসা। ধীরে ধীরে মাওলানা বজলুর রহমান রহ. এর অক্লান্ত শ্রম, চেষ্টা ও কুরবানিতে জামেয়ার রূপ নেয়।
স্থানীয় বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা আবূ মুসা রহ. ও মাওলানা ইদ্রিস রহ. ছিলেন এই মাদরাসার প্রতিষ্ঠাকালীন সহযোগী। প্রতিষ্ঠাকাল থেকেই তারা মাওলানা বজলুর রহমান রহ. এর সাহায্যে এগিয়ে এসেছেন এবং মাদরাসার সার্বিক কল্যাণে ভূমিকা রেখেছেন।
দীর্ঘ ষাটবছর ধরে এ জামেয়া ফেনীর পূর্বাঞ্চলে বিশুদ্ধ দ্বীন প্রচার ও হাজারও আলেমেদ্বীন তৈরিতে অসামান্য ভূমিকা রেখেছে। দীর্ঘ চল্লিশ বছর যাবত এই জামিয়ায় মিশকাত শরীফ ও দীর্ঘ একযুগ থেকে দাওরায়ে হাদিসের বিরতিহীন দরস চালু আছে।
দুই দিন ব্যাপী মহা সম্মেলনে ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন এবং বিশিষ্ট আলেমেদীন মাওলানা ত্বায়্যিব উল্লাহ নাসিম।
বেফাকের অধীনে মক্তব, কাফিয়া ও ইফতার পরীক্ষাকে যেভাবে দেখছেন আলেমরা