শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

আলনূর সেন্টারের উদ্যোগে কাতারে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলা-ধুলা ও শরীর চর্চাকে উৎসাহিত করতে কাতার সরকার প্রতি বছর ফেব্রুয়ারির দ্বিতীয় মঙ্গলবার জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করে থাকে।

এ উপলক্ষে গত ১৩ ফেব্রুয়ারি আলনূর কালচারাল সেন্টার কাতারের উদ্যোগে দোহা ইসলামিক মিউজিয়াম পার্কে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

ম্যাচ শেষে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলনূরের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইউসুফ নূর, সমাজ কল্যাণ বিভাগীয় পরিচালক পেয়ার মুহাম্মদ, সমাজ কল্যাণ সহকারী প্রকৌশলী জাহেদুল ইসলাম, নির্বাহী সদস্য প্রকৌশলী এম এ মুকিত।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলনূর গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাছির উদ্দিন।

মাওলানা ইউসুফ নূর বলেন, শরীর চর্চার উদ্দেশ্যে খেলাধুলা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দুর্বল মুমিনের চেয়ে সবল মু’মিনকে অধিক ভালবাসেন। তাই ইসলামি বিধানের আলোকে ক্রীড়ানীতি প্রণয়ন ও সমাজে এর যথাযথ বাস্তবায়নে উদ্যোগী হতে হবে।

নব প্রজন্মকে ভার্চুয়াল জগতের আসক্তি থেকে মুক্ত করতে অভিভাবকদের তত্ত্বাবধানে নানাবিধ ক্রীড়া আয়োজন সময়ের দাবি।

পেয়ার মুহাম্মদ বলেন, সমাজবান্ধব প্রতিষ্ঠান আলনূর প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ জাতীয় খেলা-ধুলা আয়োজন অব্যাহত থাকবে।

প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, কর্মক্ষমতা ধরে রাখার জন্য শরীর চর্চার বিকল্প নেই। জাতীয় ক্রীড়া দিবস আমাদের সে বার্তাই দিচ্ছে।

প্রকৌশলী এম এ মুকিত সকলকে নিয়মিত খেলা-ধুলার প্রতি যত্নবান থাকতে আহবান জানিয়ে বলেন, খেলা-ধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মনের প্রফুল্লতাও আনে।

‘কাতার আল নূর সেন্টার বাংলাদেশিদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে’


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ