আওয়ার ইসলাম
গতবছর আজানের শব্দ নিয়ে আপত্তি তুলেছিলেন খ্যাতনামা কণ্ঠশিল্পী সনু নিগাম। একবছর পর একই প্রসঙ্গে সনুকে সমর্থন জানালেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার। মুসলমান হয়েও মসজিদে লাউডস্পিকারে আজানের শব্দ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি।
বিতর্কের সময়েও সনুর পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে গতকাল রাতে একটি টুইট করেন জাভেদ আখতার। বলেন, ‘আমি সম্পূর্ণভাবে সনু নিগামকে সমর্থন জানাই। মসজিদে লাউডস্পিকার ব্যবহার উচিত নয়। আবাসিক এলাকা প্রার্থনার জন্য নয়।’
এরপর জাভেদ আখতারের এই টুইট মূহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তার সমর্থনে এগিয়ে আসেন। আবার কেউ সেখানেই ক্ষোভ প্রকাশ করেন। এক ব্যক্তি লিখেছেন, ‘আপনার আগের টুইট দেখেই আপনার উদ্দেশ্য বোঝা যাচ্ছে। তবে এই টুইটে আপনার ভণ্ডামি সামনে এসেছে।’
এদিকে এর পালটা জবাবে জাভেদ আখতার লেখেন, ‘আমি প্রত্যেক ভুলকে ভুল ও ঠিককে ঠিক বলি। সমস্যাটা হল, আপনার মতো কিছু মানুষকে নিয়ে যারা শুধু অন্যের দোষ খুঁজতে পছন্দ করেন।’
উল্লেখ্য, গতবছর সনুর টুইটে ছড়িয়েছিল বিতর্ক। আজানে লাউডস্পিকার ব্যবহার করায় আপত্তি তুলে তিনি লিখেছিলেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন। আমি মুসলিম নই। কিন্তু প্রতিদিন আজানের শব্দে ঘুম ভাঙে। এই জোরপূর্বক অ্যাধ্যাত্মিকতা এদেশে কবে বন্ধ হবে?’ এরপর একাধিক হুমকি পেয়েছিলেন তিনি। গত সপ্তাহে পাকিস্তানের এক সংগঠন থেকে হত্যার হুমকি পান সনু। তারপরই মুম্বাই পুলিশ তার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস