আওয়ার ইসলাম
‘আলোকিত মানুষের লক্ষ্যে শিক্ষার্থীদের কল্যাণে’ এগিয়ে চলা দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্সের দাখিল ও আলিম শিক্ষা অফার ২০১৬ এবং দাখিল শিক্ষাবৃত্তি ও আলিম শিক্ষাবৃত্তি ২০১৭-এর ড্র আজ রবিবার ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের হাজার হাজার শিক্ষার্থীর প্রেরিত কুপন ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফার ও শিক্ষাবৃত্তি প্রকল্পের প্রধান নির্বাহী শরীফ মোঃ ইয়াহইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ মো. মোহিব্বুুল্লাহ আজাদ, আল ফাতাহর সহ-ব্যবস্থাপক মো. রেজাউল কবির, এইচআর ম্যানেজার মো. জাহিদুল হাসান মজুমদার, এডমিন ম্যানেজার মো. কামরুল হাসান, প্রোডাকশন ম্যানেজার মো. রেজাউর রহমান, একাউন্টস ম্যানেজার জাকির হোসেন, গবেষণা ও উন্নয়ন বিভাগের জসীম উদ্দিন জিহাদী, মোঃ আনোয়ারুল হক কাউসার, মুত্তালিব হোসেন, এসএম আনওয়ারুল করীম, সিরাজুম মুনির মিজান, আহমাদ উল্লাহ, সিরাজুজ্জামান, আসাদুজ্জামান আযাদ, বশির আহমদ, আবদুল্লাহ আল মামুন, সাদ্দাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দাখিল শিক্ষা অফার ২০১৬-এর প্রথম পুরস্কার বিজয়ী পাবে নগদ অর্ধ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দু’জন পাবে দু’টি ল্যাপটপ/স্বর্ণালঙ্কার, তৃতীয় পুরস্কার বিজয়ী পাঁচজন পাবে ৫টি স্মার্ট ফোন, চতুর্থ পুরস্কার বিজয়ী ছয়জন পাবে ৬টি বাইসাইকেল/স্বর্ণালঙ্কার। এছাড়া রয়েছে ৪০১টি আকর্ষণীয় শুভেচ্ছা পুরস্কার।
আলিম শিক্ষা অফার ২০১৬-এর প্রথম পুরস্কার বিজয়ী পাবে নগদ অর্ধ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দুৎজন পাবে ২টি ল্যাপটপ/স্বর্ণালঙ্কার, তৃতীয় পুরস্কার বিজয়ী ৩ জন পাবে ৩টি স্মার্ট ফোন, চতুর্থ পুরস্কার বিজয়ী চারজন পাবে চারটি বাইসাইকেল/স্বর্ণালঙ্কার, পঞ্চম পুরস্কার বিজয়ী পাঁচজন পাবে ৫টি টেবিল ফ্যান। এছাড়া তিনশজন শিক্ষার্থীর জন্য রয়েছে ৩০০টি আকর্ষণীয় শুভেচ্ছা পুরস্কার।
দাখিল ও আলিম শিক্ষাবৃত্তি ২০১৬ ও ২০১৭ বিজয়ী ৩০ জন শিক্ষার্থীকে দু’বছর যাবত নগদ শিক্ষা অনুদান প্রদান করা হবে।
/এটি