আওয়ার ইসলাম
মুহাম্মাদ, পীরে কামেল মাওলানা আহমদ আলী সাহেবের পুত্র। তিনি একজন আলেম লেখক, অনুবাদক, সফল প্রকাশক ও দায়ী। অভিজাত প্রকাশনা সংস্থা মাকতাবাতুল আখতারের সিও। বনশ্রী কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব।
বর্তমানে উত্তরা ১৪ নম্বর সেক্টর বায়তুল আমান জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি নরসিংদী জেলার মুছাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা আলহাজ সামসুল হক।
১৯৯১-৯২ সালে ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন। বাংলাদেশের কয়েকটি কওমি মাদরাসার পৃষ্ঠপোষকতায় আছেন। শাইখুল আরব ওয়াল আজম আবদুল হাফিজ মক্কী রহ. ও শাহ হাকিম মুহাম্মাদ আখতার রহ. এর অন্যতম খলিফা।
মুহাম্মাদের জীবন সম্পর্কে মাওলানা আহমাদ আলী সাহেবের সাক্ষাতকারে ওঠে এসেছে। বর্তমান বয়স ১০। সে তার বাবা মায়ের কাছেই হাফেজ হয়েছে। পিএসসি পর্যন্ত পড়েছে। পারিবারিক সামাজিক ও সন্তানদের লালন-পালন বিষয়ে মাওলানা আহমদ আলী সাহেব গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক কথা বলেছেন আওয়ার ইসলামের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব এর সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন ছোট্ট মুহাম্মাদের কাছ থেকেও। লিখেছেন মুফতি আবদুল্লাহ তামিম।
আওয়ার ইসলাম: তুমি কী কাজ করতে পছন্দ কর?
মুহাম্মাদ: আমি অবসর সময়ে কুরআন তেলোয়াত করতে, বই পড়তে ও আর্ট করতে পছন্দ করি।
আওয়ার ইসলাম: তোমার পছন্দের একটি বইয়ের নাম বলো ?
মুহাম্মাদ: আমার পছন্দের একটি বই ‘ফুলের গন্ধে ঘুম আসে না’।
আওয়ার ইসলাম: তুমি লিখতে জানো ?
মুহাম্মাদ: জি আমি বাংলা ইংরেজি আরবী লিখতে জানি।
আওয়ার ইসলাম: তুমি তো হিফজ শেষ করেছ,আবার এদিকে পিএসসি পরীক্ষা দিবে, তোমার প্রস্তুতি কতটুকু?
মুহাম্মাদ: আমি কোনো কোনো বই শেষ করে ফেলেছি আম্মুর কাছে। আর কয়েকটি পড়েছি মোটামুটি।
আওয়ার ইসলাম: শুনেছি তুমি আর্ট শিখছ। তোমার উস্তাদকে। কার কাছ থেকে আর্ট শিখছ ?
মুহাম্মাদ: আমি চারুকলার তৃতীয় বর্ষের ছাত্র মাওলানা আবদুর রহমান থেকে আর্ট শিখছি।
আওয়ার ইসলাম: তুমি কী আর্ট করতে পছন্দ কর ?
মুহাম্মাদ: ফুল প্রকৃতির দৃশ্য আর লাইভ দৃশ্য আঁকতে পছন্দ করি।
আওয়ার ইসলাম: তুমি লেখালেখি করতে জানো ?
মুহাম্মাদ: ছড়া রোজনামচা লিখতে পছন্দ করি।
আওয়ার ইসলাম: তোমার প্রিয় লেখক কে?
মুহাম্মাদ: আমার সবচেয়ে প্রিয় লেখক মুহাম্মদ যাইনুল আবেদীন।
আওয়ার ইসলাম: তুমি খেলা ধুলা কর? কী খেলা পছন্দ কর ?
মুহাম্মাদ: জি আমি খেলা পছন্দ করি। আমার ক্রিকেট খেলা ভালো লাগে।
আওয়ার ইসলাম: কী ধরনের বই ভালো লাগে তোমার?
মুহাম্মাদ: আমি সব ধরণের বই পড়ি। ভালো লাগা বইয়ের মধ্যে ফুলের গন্ধে ঘুম আসে না আর মুহাম্মাদ যাইনুল আবেদীনের মহাজ্ঞানীদের ভাষণ।
আওয়ার ইসলাম: তুমি কি গজল শুনতে পছন্দ কর? কার কগজল ভালো লাগে?
মুহাম্মাদ: কলরবের গজল ভালো লাগে।
আওয়ার ইসলাম: তোমার আম্মু তোমাকে গজল শোনায়? কোন গজলটা তোমার পছন্দ হয় যেটা তোমার আম্মু তোমাকে শুনায়?
মুহাম্মাদ: জি আমার আম্মু আমাকে গজল শুনায়। আবু রায়হানের একটি গজল ‘বৃষ্টিম ঝুম ঝুম শব্দে নেচে ওঠে মন’ আমার খুব ভালো লাগে।
আওয়ার ইসলাম: মুহাম্মাদ আমাদেরকে সময় দেয়ার জন্য অনেক শুকরিয়া ভালো থাকবে আসসলামু আলাইকুম।
মুহাম্মাদ: শুকরিয়া আপনাকেও । ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আল্লাহর রাস্তায় সময় দিয়েও পরিবারকে আগলে রাখতে হয়: মাওলানা আহমাদ আলী