শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

ভারতের শীর্ষ আদালতে বাবরি মসজিদ মামলার শুনানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ভারতীয় সময় বেলা দুটো থেকে সুপ্রিম কোর্টে শুরু হবে অযোধ্যা মামলার শুনানি। ৫ ডিসেম্বর আদালত আদেশ দেয়, আগামী শুনানির আগে মামলার সব পক্ষকে নিজের নিজের নথিপত্রের অনুবাদ ও তা বিনিময় সহ সব প্রক্রিয়া শেষ করতে হবে।

জানা গেছে, যাবতীয় কাজকর্ম শেষ। সেই অনুযায়ী আজ থেকে শুনানি শুরু হচ্ছে।

শীর্ষ আদালত সম্ভবত আজ টানা শুনানির দিন স্থির করবে। ৫ ডিসেম্বর বাবরি মসজিদ সমর্থনকারীদের আইনজীবী কপিল সিবাল বারবার শুনানি পিছিয়ে দেওয়ার দাবি করেন। বলেন, মামলার সঙ্গে যুক্ত ১৯,৯৫০ পাতার এখনও কোনও রেকর্ড মেলেনি।

জবাবে আদালত বলে, আগামী শুনানির আগে সব পক্ষকে সমস্ত কাগজপত্র হাজির করতে হবে। সিবাল এরপর ফের বলেন, শুনানি এখন নয়, হওয়া উচিত আগামী বছর জুলাইয়ের পর, লোকসভা ভোট শেষ হলে। কারণ রাম মন্দির নির্মাণ বর্তমান কেন্দ্রীয় সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, আদালত যদি মন্দিরের পক্ষে আদেশ দেয়, তবে ক্ষমতাসীন দলের সরকারে ফিরতে সুবিধে হবে।

কিন্তু এই আবেদনে কান দেয়নি প্রধান বিচারপতি দীপত মিশ্র সহ ৩ বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়ে দেয়, এভাবে বারবার শুনানি পিছিয়ে গেলে মামলা কখনও শেষই হবে না। তাই সব পক্ষ আগামী শুনানির আগে যাবতীয় কাজ কর্ম শেষ করুক। তারপর থেকে টানা শুনানি চলবে।

২০১০-এর ৩০ ডিসেম্বর অযোধ্যা মামলার রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ২.৭৭ একর ভূমি তিন ভাগে ভাগ করার নির্দেশ দেয়। এক ভাগ পায় রাম মন্দির, দ্বিতীয়টি নির্মোহী আখড়া ও তৃতীয়ভাগ যায় সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষে। এর বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় সব পক্ষ।

এবিপি নিউজ/এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ