মুজাহিদুল ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি-তুর্কি সম্পর্ক কেউ নষ্ট করতে পারবেনা সৌদি মন্ত্রী সৌদি ধর্মমন্ত্রী শায়েক সালেহ বিন আব্দুল আজিজ তার দেশ ও তুরষ্কের মাঝে সম্পর্কের ব্যাপারে শুকরিয়া জানিয়ে বলেন, যারা তার দেশ ও তুরষ্কের মাঝে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে ,তারা কিছুতেই সফল হবে না। মন্ত্রী সৌদিনিজউ এজেন্সীকে দেয়া এক বিবৃতি জানায়, তুর্কি ধর্মমন্ত্রী আলী ইরবাশের সৌদি সফর পরিপূর্ণ সফল। অন্যদিকে রিয়াদে অনুষ্ঠিত সৌদিতুর্কি ধর্মবিষয়ক সম্মেলনে তুর্কি ধর্মমন্ত্রী আলী ইরবাশ সৌদি হতে আরবি ভাষার শিক্ষক নেয়ার ঘোষণা দেন।তিনি আরো বলেন, সৌদিফেরত তুর্কি ভার্সিটি-ছাত্রদের তুরষ্কে বড় ধরনের অবদান রয়েছে, বিশেষভাবে যারা উলুমে শায়ইয়্যাহতে পড়াশোনা করেছে। তুর্কি মন্ত্রী আরো বলেন, “আমরা আশা করছি, সৌদিতে তুর্কি ছাত্রসংখ্যা আরো বাড়বে এবং তারা দেশে ফিরে আমাদের কানি্ঙত সেবা দিবে, পাশাপাশি তিনি বলেন, উলুমে শারইয়্যাহ এরক্ষেত্রে আরবির গুরুত্ত অপরিসীম। তুর্কপ্রেস