আওয়ার ইসলাম
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছে। তার অনুপস্থিতিতে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান আপাতত নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে বিএনপি।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তারেক দেশের বাইরে থাকায়, সেখান থেকেই দলকে দিক-নির্দেশনা দেবেন।
রায় ঘোষণার পর খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির নেতৃত্ব নিয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দলের স্থায়ী কমিটির বৈঠকে হবে। ওই বৈঠকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দলের নেতৃত্বের সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দেশের বাইরে থেকে তারেক রহমানের নির্দেশনায় দল চলবে। এছাড়া গতকাল বুধবার দলের নেতা-কর্মীদের উদ্দেশে কিছু দিক-নির্দেশনা দিয়ে গেছেন খালেদা জিয়া।
২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে। ২০০৯ সালের ৫ আগস্ট এই মামলায় খালেদা জিয়া, তারেক রহমান, মাগুরার বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
/এটি