রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

গওহরডাঙ্গা মাদরাসার মাহফিল শুরু; শনিবার বিশেষ মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ৮২তম ওয়াজ মাহফিল ও খাদেমুল ইসলাম বুধবার (৭ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।

মাহফিল পরিচালনা করবেন গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীন।

মাহফিলের শেষ দিন বিশেষ হেদায়েতি বয়ান, দোয়া পরিচালনাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন তিনি।

তিন দিনব্যাপী মাহফিলে ইসলামি বিধিবিধানের তা'লিম, জিকির-আজকার ও মুসল্লিদের ইবাদত-বন্দেগিতে এলাকা মুখরিত থাকবে। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের বিখ্যাত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ ওয়াজ-নসিহত পেশ করবেন।

মাহফিলে আগত মুসল্লিদের নামাজসহ ইসলামের অন্যান্য বিধান বিশুদ্ধ পদ্ধতিতে শেখানোর কার্যক্রম হাতে নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মাহফিলে ঢাকা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা ও যশোরসহ দেশের দূর-দুরান্তের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন।

গওহরডাঙ্গা মাদরাসার মাহফিল উপলক্ষ করে টুঙ্গিপাড়া অন্যতম ধর্মীয় তীর্থভূমিতে পরিণত হয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই মাহফিলে অংশ নিয়ে থাকেন।

১৯৩৭ সালে সদর সাহেব খ্যাত বিখ্যাত আলেম, মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. মাদরাসাটির গোড়াপত্তন করেন। মাদরাসাটি দেশের দ্বীনি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।

গওহরডাঙ্গা মাদরাসা প্রতিষ্ঠাকাল থেকে সমাজের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে আসছে। বর্তমানে মাদরাসার মহাপরিচালক ছদর ছাহেবের রহ. ছাহেবজাদা পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমিন। তার পরিচালনায় নানা প্রতিকূলতা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি আজ সফলতার স্বর্ণশিখরে অবস্থান করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পুরুষ ও মহিলা দু’টি শাখা রয়েছে।

মাদরাসার নিয়মতান্ত্রিক কর্মসূচির হিসেবে প্রতিবছর শীতকালে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর ৭ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে শুরু হচ্ছে ৮২তম বার্ষিক ওয়াজ মাহফিল। যা শনিবার বাদ ফজর বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

প্রতিবছরের মতো এবারও মাহফিলের দ্বিতীয় দিন 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার খাদেমুল ইসলাম বাংলাদেশের কর্মী সম্মেলন, দাওরায়ে হাদিস, হিফজ বিভাগ সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান করা হবে। তৃতীয় দিন শিক্ষক দের সংগঠন তানজিমুল মুদাররিসিন বাংলাদেশ ও খাদেমুল ইসলাম বাংলাদেশ ছাত্র শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহফিল উপলক্ষে খাদেমুল ইসলাম ছাত্র শাখার উদ্যোগে আরবি ও বাংলা ভাষায় ২০টির মতো দেয়ালিকা প্রকাশ করেছে।

এ ছাড়া মাদরাসার মূখপত্র মাসিক আল আশরাফ 'সামাজিক অবক্ষয়’ শিরোনামে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। মহফিলের সার্বিক কামিয়াবীর জন্য মুফতি উসামা আমীন সবার কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।

যেভাবে তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ