আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসনের মামলার রায়কে কেন্দ্র করে সৃষ্ট থমথমে পরিবেশের কারণে কাল বৃহস্পতিবার থেকে রাইড শেয়ারিং পাঠাও-এর সেবা বন্ধ থাকবে।
ভোর ছয়টা থেকে এ সেবা বন্ধ থাকবে বলে ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহকদের জানিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বুধবার রাত সাড়ে নয়টা গ্রাহকদের মোবাইলে ক্ষুদে বার্তাটি পৌঁছানো হয়।
এতে বলা হয়েছে, ভোর ৬টা থেকে পাঠাওয়ের রাইড শেয়ারিং সার্ভিস সারাদিন বন্ধ থাকবে। তবে ঢাকার কিছু এলাকায় খাদ্য সেবা (পাঠাও ফুড) চালু থাকছে। তবে ঠিক কি কারণে পাঠাও তাদের সুবিধা বন্ধ রাখছে এ বিষয়ে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ঘিরে আজ থেকে সারাদেশে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিকাল থেকে রাজধানীতে গণপরিবহনের সংখ্যাও কমে গেছে।
এসএস/