শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

কাতারে জাতীয় কোরআন প্রতিযোগিতায় ২৮ হাজার প্রতিযোগীর নাম নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

আন্তর্জাতিক ডেস্ক

কাতারে ৫৭তম জাতীয় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ২৮ হাজার ছাত্র-ছাত্রী নাম নিবন্ধন করেছে বলে জানিয়েছে  কাতারের এনডাউমেন্ট এবং ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

৫৭তম জাতীয় কোরআন প্রতিযোগিতা ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মুল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মদের নৈতিকতা শিক্ষণ, কোরআনের শিষ্টাচার এবং আরবি ভাষার গুরুত্বারোপ করা।
কাতারের এনডাউমেন্ট এবং ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা ১১ই ফেব্রুয়ারির মধ্যে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন। শিক্ষার্থীরা তাদের স্কুলের দারুল কোরআনের ওয়েবসাইটে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
এই প্রতিযোগিতা বিভিন্ন বয়সীদের জন্য অনুষ্ঠিত হবে। নার্সারি, প্রাথমিক, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে। সূরা ফাজর থেকে সূরা নাস, সূরা আবাস থেকে সূরা নাস, সূরা জ্বিন থেকে সূরা নাস, সূরা তালাক থেকে সূরা নাস, সূরা হাশর থেকে সূরা নাস এবং সূরা রহমান থেকে সূরা নাস পর্যন্ত হেফজ বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কাতারের সরকারী ও বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। দীর্ঘ ৫৭ বছর যাবত কাতারের শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়।
৫৭তম জাতীয় কোরআন প্রতিযোগিতা ১৮ই ফেব্রুয়ারি ছাত্রদের জন্য দোহার কোরআনিক বিজ্ঞান বিভাগের ভবনে এবং ছাত্রীদের জন্য তাদের স্কুলের নিকটবর্তী কোরআন হেফজ সেন্টারসমূহে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বর্তমানে কাতারে প্রায় ৩০ লাখ নাগরিক রয়েছ। গতবছর অনুষ্ঠিত ৫৬তম জাতীয় কোরআন প্রতিযোগিতায় ২৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ