রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

নৈতিক শিক্ষা অর্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাওলানা হুছামুদ্দীন ফুলতলী বলেছেন, পৃথিবীতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদেরও সচেতন থাকতে হবে। জাগতিক শিক্ষার মাধ্যমে জীবন পরিচালনা করতে হব।

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে। শুধু লেখাপড়া করলে চলবে না, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করা একান্ত প্রয়োজন।

গতকাল ৩১ জানুয়ারী বুধবার সিলেট নগরীর উপশহরে অবস্থিত শাহজালাল মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাহজালাল মডেল মাদ্রাসার চেয়ারম্যান ও ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লবিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক এনাম উদ্দিন ও হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটনের ডেফুটি পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিছাবাহ উদ্দিন, সাবেক কাউন্সির এডভোকেট ছালেহ আহমদ সেলিম, মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা বদরুল ইসলাম, কোরআনিক হোম ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর কামরুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত,মাওলানা মোতাহির হোসেন, মোস্তাফিজুর রহমান পপু, আলিমউদ্দিন আলিম।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ