সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


টাঙ্গাইলে পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের, টাঙ্গাইল থেকে:  টাঙ্গাইলের সখীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে শেখ জাহাঙ্গীর আলম নামের এক যুবকের কিল-ঘুষি ও লাথির আঘাতে প্রাণ হারিয়েছে আবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধের ।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়থাচালা গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামের শেখ আবদুল বারেকের ছেলে শেখ জাহাঙ্গীর আলমের কাছে বৃদ্ধ আবুল হোসেন মঙ্গলবার দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে যায়। এ সময় জাহাঙ্গীর আলম পৌরসভার রেনাজ সিনেমা হল সড়কের গ্রামীণ টাওয়ারের কাছে বৃদ্ধকে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় দুজনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে উত্তেজিত জাহাঙ্গীর বৃদ্ধকে কিল-ঘুষি ও লাথি মারে। বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লে জাহাঙ্গীর পালিয়ে যায়।

স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভোগের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, বৃদ্ধকে স্বাস্থ্য ককমপ্লেক্সে নিয়ে আসলেও ঘটনাস্থল কিংবা আনার পথেই সে মারা যায়।

নিহতের চাচাত ভাই পৌরসভার সাবেক কাউন্সিলর বাদল হোসেন বাদু বলেন, নিহতের দুই হাত, পা এবং অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিত ভাবে জাহাঙ্গীর হত্যা করেছে।

নিহতের ছেলে সামছুল আলম বলেন, বাবা সিমেন্টের খুঁটি বানানোর ব্যবসা করতো। জাহাঙ্গীর চার মাস আগে খুঁটি বানিয়ে নিয়ে টাকা দিতে তালবাহানা করছিলো। তার কাছে ১০ হাজার টাকা পাওনা আছে। সে টাকা চাইতে গিয়ে আমার বাবাকে জীবন দিতে হলো। আমি বাবা হত্যার বিচার চাই।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ