আওয়ার ইসলাম: মাত্র ৪ মাসে হিফজ সম্পন্ন করলেন জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম আশুগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া’র সিনিয়র মুহাদ্দিস মাওলানা আবু হানিফা মুহা. তৈয়্যিবের ছেলে নোমান বিন তৈয়্যিব।
তিন ভাই-বোনের মধ্যে নোমান দ্বিতীয়, বড় বোন হানিফা তার মায়ের কাছে ১ বছরে কুরআনের হিফজ সম্পূর্ণ করে।
নোমানের বয়স মাত্র ৬ বছর, সে তার মায়ের কাছে ৩ পাড়া হিফজ করে, অতপর নোমানকে পার্শ্ববর্তী একটি মাদরাসায় ভর্তি করা হয়। সেখানে সে ১২০ দিনেই বাকিটা মুখস্থ করে ফেলে।
গত ১১ জানুয়ারি জামিয়া ইসলামিয়া বাইতুন নূর এর প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা মনিরুজ্জামান হাফেজ নোমানকে পাগড়ি পরিয়ে দেন।
হাফেজ নোমানের বাবা মাওলানা আবু হানিফা মুহা. তৈয়্যিব ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ছেলেকে কুরআনের হাফেজ বানাতে চান ক্রিকেটার তাইজুল