সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


টেকনাফে বাইতুল মোকাদ্দাসের খতিবকে দেখতে মানুষের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ থেকে

শুক্রবার রাত ১১ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণ করেন বায়তুল মুকাদ্দাসের গ্রান্ড ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী। এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন তিনি৷

শনিবার সকাল ১১ টার এক ফ্লাইটে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সেখানে কয়েকটি ক্যাম্প ঘুরে ৫হাজার অসহায় রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ শেষে, প্রধান অতিথি হিসেবে বিকাল ৪ টায় টেকনাফ সাবরাং দারুল উলুম মাদরাসার বার্ষিক সভায় পৌঁছলে হাজারো লোক রাস্তার দু'ধারে দাঁড়িয়ে সংবর্ধনা জানান৷

মাদরাসা পরিচালক মাওলানা নূর আহমদের সভাপতিত্বে বাদ মাগরিব বয়ান করেন প্রধান শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী৷ এর আগে দারুল উলুম সাবরাং মাদরাসা পরিচালক মাওলানা নূর আহমদ শায়খকে মানপত্র প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে শায়খ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী বলেন, মুসলমান নির্যাতনের শিকার হওয়া নিত্য দিনের নয়, তাই বলে আমরা ঈমানহারা হয়ে যাবো? এই জমিনে আমাদের জয় একদিন হবেই, সে জন্য আমাদের ঈমান শক্ত করতে হবে৷ জন্ম নিয়েছি বলে মৃত্যু অবধারিত৷

অনুষ্ঠানে আরও বক্তব্য পেশ করেন, গরীব এন্ড এতীম ট্রাস্টের ফাউন্ডার শায়েখ সালেহ হামিদী, বিশিষ্ট আলেম ও রাজনীতিক খতিব তাজুল ইসলাম, শায়েখ ইমাম ফরিদ আহমাদ খান প্রমুখ।

রোহিঙ্গাক্যাম্পে বাইতুল মুকাদ্দাসের ইমাম; গরীব এন্ড এতীম ট্রাস্টের ত্রাণ বিতরণ

https://www.facebook.com/khatibtislam/videos/759094580968220/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ