সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘ইসলামি আইনে বিচার করলে দেশে চুরি-ডাকাতি, খুন ধর্ষণ থাকবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল কুরআন ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের ২য় দিন গতকাল শুক্রবার ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত হয়।

২য় দিনের তাফসির মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন আল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আবদুল আজিজ, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা পীর আবদুল জব্বার, মাওলানা আবদুল কাইয়ুম হাজীপুরী, আলহাজ মাওলানা ছামিউর রহমান মুছা।

তাফসির মাহফিলের বিভিন্ন অধিবেশনে আল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী হাফিজ মাওলানা আতিকুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা ফাহাদ আমান, মাওলানা ফখরুল ইসলামের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা জুবায়ের আহমদ আনসারী।

অন্যান্যের মধ্যে তাফসির পেশ করেন, বন্দরবাজার জামে মসজিদের খতীব মাওলানা মোশতাক আহমদ খান, মাওলানা কারী মুখতার আহমদ, মাওলানা আবদুল মালিক, মুফতি মাওলানা মুনাইম আহমদ।

আরো উপস্থিত ছিলেন আল কুরআন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, আল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ মাওলানা এমরান আলম, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মুশফিকুর রহমান মামুন, আলহাজ মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা রিয়াজ আল মামুন, মুফতি মাওলানা মাহবুবুল হক, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি রশিদ আহমদ, মাওলানা গোলাম রব্বানী, কাজী জুনাইদ আহমদ, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা ছানা উল্লাহ, মাওলানা বদরুল ইসলাম, তারিক বিন হাবিব, রশিদ মোস্তাক প্রমুখ।

আল্লামা জুবায়ের আহমদ আনসারী বলেন, চুরি, ডাকাতি, রাহাজানী, ছিনতাই, খুন, ধর্ষণ, নারী নির্যাতনসহ সকল পাপাচার ও অপরাধের পথ বন্ধ করতে কুরআনের আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে বিচার করতে হবে। অন্যথায় দেশের এ প্রধান সমস্যাগুলো বাড়তেই থাকবে।

যদি কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে দেশের সকল সমস্যা ও সংকট থেকে জনগণ মুক্তি পাবে। মানবতার ধর্ম ইসলাম সকল মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই সুখে-শান্তিতে জীবন পরিচালনা করতে হলে ইসলামের বিধান মতো চললে মানবজীবনে কোন সমস্যা থাকবে না।

এ জন্য কুরআনের শান্তির বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে জাতির বিবেক উলামায়ে কেরামসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‘ইন্টারনেটে তরুণদের সংযত হওয়ার পরামর্শ’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ