ইমদাদ ফয়েজী: সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর মো. আব্দুল আজিজ বলেছেন, বাংলাদেশে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ।
বাংলা ভাষাভাষী মানুষের জন্য সংসদ সম্পদ হিসেবে বিবেচিত। সংসদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে সংসদের সার্বিক পরিবর্তনে আরো বেশি কাজ করা হবে। একটি সুন্দর এবং সোনালী সমাজ তৈরীতে সংসদ নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ ও প্রেরণা দিয়ে যাচ্ছে।
সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮১ বর্ষের বার্ষিক সাধারণ সভা ২০১৭-এ সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদের নিজস্ব মিলনায়তন শহিদ সুলেমান হলে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০১৮) সন্ধ্যায় অনুষ্ঠিত সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সাধারণ সভা বাস্তবায়ন উপকমিটির আহবায়ক আ.ন.ম. শফিকুল হক।
সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কেমুসাস’র সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সভায় ২০১৭ সালের নিরীক্ষা প্রতিবেদন ও সম্পূরক বাজেটসহ ২০১৮ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন সংসদের কোষাধ্যক্ষ এডভোকেট আব্দুস সাদেক লিপন, ২০১৬ সনের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য এডভোকেট কামাল তৈয়ব, শোক প্রস্তাব পাঠ করেন কার্যকরী কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী কমিটির সদস্য মাওলানা ফজলুল করিম আজাদ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।
সংসদের সহ সভাপতি সেলিম আউয়াল ও সহসাধারণ সম্পাদক সৈয়দ মবনুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পৃষ্টপোষক, জীবন ও আজীবন সদস্যদের মধ্যে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন আফতাব চৌধুরী, ড. হুমায়ুন কবির, এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, মাওলানা শাহ নজরুল ইসলাম, বেলাল আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক, এম এ মালেক চৌধুরী, কামাল আহমদ, এম. শহীদুজ্জামান চৌধুরী, গোলাম সাদাত জুয়েল, এখলাসুর রহমান, আব্দুল মঈদ চৌধুরী, মোহাম্মদ বদরুদ্দোজা বদর, শামসীর হারুনুর রশীদ, আব্দুল বাছিত বাসন, মোহাম্মদ আব্দুল হক, আমিনা শহীদ চৌধুরী মান্না, তাসলিমা খানম বীথি।
সভায় স্বাগত বক্তব্যে আ.ন. ম. শফিকুল হক বলেন, সংসদ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পূর্বসূরিদের স্বপ্ন বাস্তবায়ন করবে এবং এর সাথে সম্পৃক্তরা সবাই ঐতিহ্যের ধারাবাহিকতায় এগিয়ে যাবো।
সাধারণ সম্পাদকের বক্তব্যে অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য স্বাধীনতার সুমহান আদর্শ বাস্তবায়নের জন্যে তার সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে। এর সাথে সম্পৃক্ত সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইলো এবং আমরা বিশ্বাস করি সকলের সহযোগিতায় সংসদ আরো এগিয়ে যাবে।
সভায় ২০১৮সনের ৮৩লাখ টাকার বাজেট, আয়ব্যয়ের হিসাব, নিরীক্ষা প্রতিবেদন ও বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদিত হয়। এদিকে সভায় ২০১৭ সালে অনুষ্ঠিত দশম কেমুসাস বইমেলার স্মারকের মোড়ক উন্মোচন করেন সংসদের সভাপতিসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।