আওয়ার ইসলাম : ফেসবুক ঘণ্টা, মিনিট, সেকেন্ডের মতো সময়ের নতুন আরেকটি একক খুঁজে নিয়েছে ফেসবুক। নতুন এককটির নাম দেওয়া হয়েছে ফ্লিক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এটা ন্যানো সেকেন্ডের চেয়ে কিছুটা বড়।
১ সেকেন্ডের ৭০ কোটি ৫৬ লাখ ভাগের ১ ভাগকে ফ্লিক বলা হচ্ছে। অন্যদিকে ন্যানো সেকেন্ড হলো ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ। কোড শেয়ারিং সাইট গিটহাব বলছে, সময়ের এ এককটি মূলত প্রোগ্রামারদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে।
ফ্লিক বিষয়ে ফেসবুক ওপেন সোর্সের এক টুইটার পোস্টে বলা হয়, আমরা সময়ের নতুন একক ফ্লিক উদ্বোধন করেছি। এটা ন্যানো সেকেন্ডের চেয়ে সামান্য বড়। এদিকে সময়ের নতুন একক উদ্ভাবনের বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, এটা সাধারণ মানুষের ওপর কোনও প্রভাব ফেলবে না। তবে ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে এই একক।
অন্য গবেষকরা বলছেন, চলচ্চিত্র, টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমের ভিজ্যুয়াল ইফেক্ট তৈরিতে ফ্লিক কার্যকরী ভূমিকা পালন করবে। সব মিলিয়ে প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িতদের জন্য এটা খুব উপকারে আসবে বলে মত দিয়েছেন । সূত্র: বিবিসি,