সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাণিজ্যমেলায় টাকা তোলাকে কেন্দ্র করে হিজড়াকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর থেকে কোকিলা (৪২) নামের এক হিজড়ার জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার মধ্য পীরেরবাগের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাণিজ্যমেলায় টাকা তোলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।

এই ঘটনায় দুই হিজড়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মধ্য পীরেরবাগের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে বিকেলে ওই বাসা থেকে কোকিলার লাশ উদ্ধার করা হয়।

কোকালার পালিতো মেয়ের বরাত দিয়ে ওসি জানান, বেলা ৩টার দিকে তাদের বাসায় ৪জন হিজড়া আসে। অনেক্ষণ আলাপ-আলোচনা করার পর কোকিলার মেয়েকে ঘুমপাড়ায় তারা। এরপর ঘুম থেকে উঠে মেয়ে তার মা কোকিলাকে জবাই করা অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।

মেয়ের কাছে বিস্তারিত শুনার পর ২ হিজড়াকে আটক করা হয়েছে। বাণিজ্যমেলার টাকা তোলাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি। ময়না তদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিজস্ব পরিচয়ে ভোটার হতে পারবে হিজড়া সম্প্রদায়: ইসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ