আওয়ার ইসলাম : দুই বছরে ১০ লাখ লোককে ডিজিটাল প্রযুক্তি বিষক প্রশিক্ষণ দেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ লক্ষে সোমবার ইউরোপে নতুন তিনটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে।
ইউরোপে বর্তমানে নীতিনির্ধারকদের চাপের মুখে থাকা মার্কিন প্রতিষ্ঠান ফেসবুক জানিয়েছে তারা স্পেন, পোল্যান্ড আর ইতালিতে তিনটি ‘কমিউনিটি স্কিলস হাব’ চালু করছে। সেইসঙ্গে ফ্রান্সে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা কার্যালয়ে এক কোটি ইউরো বিনিয়োগ করছে।
এর আগে নাইজেরিয়া ও ব্রাজিলে একই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র চালু করে ফেসবুক।
প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ রয়টার্স-কে বলেন, ডিজিটাল বিপ্লব মানুষকে পেছনে ফেলে দিচ্ছে- এমন ধারণা নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে আছেন। আর আমরা নিশ্চিত করতে চাই যে, ডিজিটাল অর্থনীতিতে পুরোপুরি অংশ নিতে মানুষের যে দক্ষতাগুলো থাকা প্রয়োজন তা দিতে ডিজিটাল দক্ষতা খাতে আমরা বিনিয়োগ করছি। প্রশিক্ষণ কেন্দ্র চালু করছি।
বয়স্ক, তরুণ আর শরণার্থীসহ প্রযুক্তি খাতে যাদের প্রবেশাধিকার সীমিত তাদেরকে এই কমিউনিটি হাবগুলো ডিজিটাল দক্ষতা, গণমাধ্যম শিক্ষা আর অনলাইন নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেবে।