রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

দরুল উলুম দেওবন্দের সাবেক উস্তাদ মওলানা ফজলুর রহমান কাসেমীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে

দারুল উলুম দেওবন্দের শু'বায়ে খুশখতের সাবেক উস্তাদ মাওলানা ফজলুর রহমান(৮০)  গত রবিবার বাদ মাগরিব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন৷ তার ইন্তেকালে তার গ্রাম চন্দ্রদীপায় পুরো এলাকাবাসীর মাঝে ছেয়ে গেছে শোকের ছায়া৷

মাওলানা ফজলুর রহমান কাসেমী ছিলেন, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমাদ মাদানী, মাওলানা এ'জাজ আলী, আল্লামা ইবরাহীম বালইয়াবী, হাকীমুল ইসলাম মাওলানা ক্বারী তৈয়ব প্রমুখের খাছ ছাত্র৷

তিনি ১৯৭৫ থেকে দারুল উলুম দেওবন্দে খুশখতের যিম্মাদার ছিলেন৷ প্রায় ৪০ বৎসর তিনি দেওবন্দে খেদমত আঞ্জাম দিয়েছেন৷ পুরো দুনিয়া জুড়ে তার ছাত্র বিস্তৃত৷ দারুল উলুম দেওবন্দের ফতোয়া লিখনির কাজও তিনিই আঞ্জাম দিতেন৷

গত দুই বৎসর পূর্বে একবার রাস্তায় পা ফসকে পড়ে গেলে তার কোমরের হাড্ডি ভেঙ্গে যায়৷ এরপর থেকে তিনি অক্ষম হয়ে পড়েন স্বাভাবিক চলা-ফেরা থেকে৷ ফলে তিনি দেওবন্দ থেকে ইস্তফা নিয়ে চলে যান নিজ গ্রামে৷ মৃত্যু পর্যন্ত সেখানেই বসবাস করেন৷

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর৷ সন্তান-সন্তুতির মধ্যে রয়েছে চার ছেলে ও তিন মেয়ে৷ গতকাল বাদ যোহরের নামাজের পর তৃতীয় ছেলে হাফেজ মাওলানা এনায়েতুর রহমান তার জানাযা পড়ান৷ জানাযায় সমাগম ঘটে শত শত মানুষের৷ জানাযার পর পরই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ