তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
দারুল উলুম দেওবন্দের শু'বায়ে খুশখতের সাবেক উস্তাদ মাওলানা ফজলুর রহমান(৮০) গত রবিবার বাদ মাগরিব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন৷ তার ইন্তেকালে তার গ্রাম চন্দ্রদীপায় পুরো এলাকাবাসীর মাঝে ছেয়ে গেছে শোকের ছায়া৷
মাওলানা ফজলুর রহমান কাসেমী ছিলেন, শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমাদ মাদানী, মাওলানা এ'জাজ আলী, আল্লামা ইবরাহীম বালইয়াবী, হাকীমুল ইসলাম মাওলানা ক্বারী তৈয়ব প্রমুখের খাছ ছাত্র৷
তিনি ১৯৭৫ থেকে দারুল উলুম দেওবন্দে খুশখতের যিম্মাদার ছিলেন৷ প্রায় ৪০ বৎসর তিনি দেওবন্দে খেদমত আঞ্জাম দিয়েছেন৷ পুরো দুনিয়া জুড়ে তার ছাত্র বিস্তৃত৷ দারুল উলুম দেওবন্দের ফতোয়া লিখনির কাজও তিনিই আঞ্জাম দিতেন৷
গত দুই বৎসর পূর্বে একবার রাস্তায় পা ফসকে পড়ে গেলে তার কোমরের হাড্ডি ভেঙ্গে যায়৷ এরপর থেকে তিনি অক্ষম হয়ে পড়েন স্বাভাবিক চলা-ফেরা থেকে৷ ফলে তিনি দেওবন্দ থেকে ইস্তফা নিয়ে চলে যান নিজ গ্রামে৷ মৃত্যু পর্যন্ত সেখানেই বসবাস করেন৷
মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর৷ সন্তান-সন্তুতির মধ্যে রয়েছে চার ছেলে ও তিন মেয়ে৷ গতকাল বাদ যোহরের নামাজের পর তৃতীয় ছেলে হাফেজ মাওলানা এনায়েতুর রহমান তার জানাযা পড়ান৷ জানাযায় সমাগম ঘটে শত শত মানুষের৷ জানাযার পর পরই স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়৷