ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
আগামী ২৮ জানুয়ারি রোববার উপমহাদেশের অন্যতম বৃহৎ দীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী পরিদর্শনে আসছেন ফিলিস্তিনে অবস্থিত বিশ্ব মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের খতিব আবু উমর ইয়াকুব আল আব্বাসী।
দারুল উলূম হাটহাজারীর সহকারি শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাইতুল মাকদিসের খতিব আবু উমর ইয়াকুব আব্বাসী ২৮ জানুয়ারি জামিয়া পরিদর্শনে আসবেন এবং আমীরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
ওই দিন তিনি জামিয়ার বৃহৎ মসজিদ বাইতুল করীমে মাগরিবের নামাজের ইমামতি করবেন এবং জামিয়ায় রাত্রিযাপন করবেন বরেও জানান তিনি।
উল্লেখ্য, এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দিসের খতিব আবু উমর ইয়াকুব আল আব্বাসী। বাংলাদেশ সফরকালে তিনি ঢাকাসহ সিলেট ও টেকনাফ সফর করবেন বলে জানা গেছে।