রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র সম্পর্কেও সচেতন থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সততা, আদর্শ ও ন্যায় নিষ্ঠতার দিক  থেকে মাদরাসা শিক্ষার্থীরা অন্য সবার চেয়ে এগিয়ে। এরা যদি আগামী দিনে সমাজ পরিচালক হয়ে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। এজন্য মাদরাসা শিক্ষার্থীদেরকে সমাজ ও রাষ্ট্র সম্পর্কেও সচেতন থাকতে হবে

গতকাল রোববার ২১ জানুয়ারি বেলা ১১টায় সিলেট জেলার ওসমানী নগর উপজেলাস্থ শেখ ফজিলাতুন্নেছা ফাজিল (ডিগ্রি) মাদরাসার ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ছাত্র-ছাত্রীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে স্বাগত বক্তব্যে মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আহমদ আলী হেলালী এসব কথ বলেন।

এতে দোয়া পরিচালনা ও সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম। অধ্যক্ষ মাওলানা শায়খুল ইসলাম, শিক্ষার্থীদেরকে সততা ও আদর্শ ধরে রাখার আহ্বান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ সাইদুর রহমান চৌধুরী, মাওলানা মুস্তাকিম আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার প্রভাষক মোঃ লুৎফুর রহমান, মাওলানা ওয়ারিছ উদ্দিন আল মামুন, মুছা, সাজেদা বেগম, ব্যাস বন্ধুপাল, সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা কামরুল ইসলাম, মাওলানা বশির আহমদ, মাষ্টার মুজিবুর রহমান, ছয়ফুল আহমদ, রহমত আলী, সুহেল আহমদ, পারুল বেগম, মাশুক মিয়া, কারী ইসমাঈল শরীফ, মোঃ আরশ আলী, অফিস সহকারী মোঃ মেরাজ্জল ইসলাম প্রমুখ।

দাখিল পরীক্ষার্থী মো. নজরুল ইসলামের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরীক্ষার্থী হাফিজ জিয়াউল হক। সংগীত পরিবেশন করে পরীক্ষার্থী ফরিদ আহমদ। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. সুহিন আহমদ।

এতে মাদরাসার অন্যান্য ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ