আওয়ার ইসলাম: আজ সোমবার দুপুর ১২ টা থেকে রাজধানীর একতলা নিউ মার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নিউমার্কেট এলাকার সামনে সড়ক অবরোধ করে রেখেছেন ব্যবসায়ীরা। ফলে এ ব্যস্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনাস জানান, নিউ মার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। ব্যবসায়ীদের দাবি এ ভবন দোতলা করলে বিক্রির পরিবেশ নষ্ট হয়ে যাবে।
তিনি বলেন, তাদের রাস্তা অবরোধ করে জনজীবনে চলাচল বিঘ্ন না করার জন্য অনুরোধ করছি।
দোকান মালিক সমিতির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাস পেলেই তারা এ অবরোধ প্রত্যাহার করবেন।
এদিকে বিক্ষোভকারী ব্যবসায়ীরা বলছেন, সিটি করপোরেশনের কিছু অসাধু কর্মকর্তার কারণে রাজধানীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা লাভবান হন না। এবার তারা উপরি আয়ের আশায় যোগসাজশে দোতলা ভবন নির্মাণ করছেন। যা মার্কেটের পরিবেশ নষ্ট করবে।
এইচজে