হাওলাদার জহিরুল ইসলাম: আমাদের দৈনন্দিন জীবনে ওয়াটসএ্যাপ, ইমো ও ম্যাসেঞ্জারের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। অনেক সময় এসব ব্যাবহারে কুরআনের আয়াত ও হাদিসের ইবারতও পাঠানো বা আদান প্রদান করা হয়। এই আয়াত ও হাদিস কি এসব ম্যাসেঞ্জার থেকে ডিলিট করা কি জায়েজ আছে?
উত্তর: কুরআনের আয়াত ও হাদিস ওয়াটসএ্যাপ, ইমো ও ম্যাসেঞ্জারে চলে আসলে তা ডিলিট করার সুযোগ রয়েছে। এতে কোন সমস্যা নেই।
یستفاد ما في رد المحتار علی الدر المختار: ولو کان فیہ اسم اللہ أو اسم النبي صلی اللہ علیہ وسلم یجوز محوہ لیلفّ فیہ شیٴ (۹/۵۵۵، ط: زکریا)
সূত্র: রদ্দুল মুহতার আলাদ্দুররিল মুখতার; ৯/৫৫৫
দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট থেকে নেয়া। জওয়াব নম্বর, ১৫৭৮৩১।