ড. মাওলানা মুশতাক আহমাদ
লেবু বেশি টিপলে তিতা হয়ে যায়। হক বা না হকের মাসালা নয়। ঘরোয়া বিষয়ে কখনো হার্ড লাইনে যাওয়া মনোবিজ্ঞানীরা ঠিক মনে করেন না।
আপনি ঘোষণা দিয়ে হেরে যান। সকলকে জোরে একটা থ্যাংকস জানিয়ে হাসিমুখে ফিরে যান। (বিমন বন্দর থেকে বাণী দিয়ে যান; বাঙ্গালী উলামা আমার, আমি তাঁদের শরীরের অংশ) বহুকাল পর্যন্ত বিজয় আপনার ও আপনার পরিবারের জন্য থাকবে।
আর ফিরে না গেলে হ্যাঁ, পেশী শক্তির বরকতে জিতবেন। তবে বহু কালের জন্য আপনি ও অাপনার আওলাদ হেরে যাবেন। কোন ওয়াসিফরা আর আপনাকে বিশ্ব সম্মানের এই চেয়ারে বসাতে পারবে না। আপনারাও বসতে সক্ষম হবেন না।
আল্লার হাবীব হোদায়বিয়ায় সন্ধি করে ফিরে গিয়েছিলেন। পেশী শক্তি ব্যবহার করেননি। আল্লাহ এটাকে ফতহে মুবিন আখ্যা দিয়েছন। দুই বছর অপেক্ষা করুন। সিংহাসন আপনাকে ডেকে আনবে। দুরাকাত সালাতুল হাজত পড়ুন। পীর মুরীদী হেয় চোখে দেখবেন না।
লেখক: শাইখুল হাদিস তেজগাঁও রেলওয়ে মাদরাসা