আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
জার্মানির স্যাক্সন একাডেমি অব সায়েন্স আরবি ভাষায় লিখিত বই, পাণ্ডুলিপি ও মুসলিম বিশ্ব সংক্রান্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে তারা কার্যক্রম শুরু করেছে। তারা শিক্ষা ও গবেষণা কার্যক্রমের জন্য দুর্লভ ও মূল ডকুমেন্টস জমা দেয়ার অনুরোধ করেছে।
জার্মানির লিপজিগে অবস্থিত সায়েন্স একাডেমি একটি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ তথ্যভাণ্ডার গড়ে তুলবে। তারা প্লাটফর্মের নাম দিয়েছে আরব লাইব্রেরি।
স্যাক্সন একাডেমির আশা তারা কয়েক মিলিয়ন ডকুমেন্টস একত্র করতে পারবে। ২০৩৬ সাল পর্যন্ত ডকুমেন্ট সংগ্রহের কাজ চলবে। এরপর সময় সীমা বাড়ানোরও সম্ভাবনা আছে।
দ্য ইউনিভার্সিটি অব লিপজিগ
এ কাজের জন্য প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৯ মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এ অর্থের যোগান দিবে।
লিপজিগ ইউনিবার্সিটির অ্যারাবিক এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ফ্রিনা কালিমের নেতৃত্ব তথ্যভাণ্ডারটি গড়ে তোলা হবে।
তিনি বলেন, আরব সাহিত্য চৌদ্দশত বছরেরও পুরাতন। আরব-ইসলামিক সভ্যতা অত্যন্ত সমৃদ্ধ, মূল্যবান এবং অন্যদের থেকে ভিন্ন। এ প্রকল্প বিজ্ঞানী ও সাধারণ গবেষকদের অনেক উপকারে আসবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর