আওয়ার ইসলাম: আজ দেখা যাবে সুপারমুন। এই শীতে তিনটি সুপারমুন দেখা যাবে এমনটি আগেই জানিয়েছে নাসার বিজ্ঞানীরা।
এরমধ্যে গত ৩ ডিসেম্বর প্রথম সুপারমুন দেখা যায়। দ্বিতীয় সুপারমুন দেখা যাবে আজ। ২ জানুয়ারি রাতের প্রথম প্রহরেই সুপারমুন দেখা যাবে বলে জানা গেছে।
উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসে। এসময় চাঁদকে অন্যন্য সময়ের তুলনায় বড় দেখা যায়। দেখা যায় আগের চেয়ে উজ্জ্বল ও হোলাকার থালার মতো।
জ্যোতির্বিজ্ঞানে এমন চাঁদের নাম দেওয়া হয়েছে সুপারমুন। ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোল ‘সুপারমুন’ কথাটির প্রবর্তন করেন।
বিজ্ঞানীরা বলছেন, আজ চাঁদকে অন্য সময়ের তুলনায় ১৪ শতাংশ বড় দেখাবে। পৃথিবীর প্রায় সব স্থান থেকেই সুপারমুন দেখা যাবে।
বিজ্ঞানীরা বলছেন, উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়।
এসময় চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার বা ২ লাখ ২১ হাজার ৮২৪ মাইল দূরত্বে অবস্থান করবে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার।
উল্লেখ্য, চলতি মাসের ৩১ তারিখে তৃতীয় সুপারমুন দেখা যাবে।
এসএস/