আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের আগমনে আবাসন ব্যবস্থাসহ এই পর্যন্ত সব মিলিয়ে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।
গতকল মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, রোহিঙ্গাদের আগমনে এ পর্যন্ত ৩৯৬ কোটি অর্থাৎ প্রায় ৪০০ কোটি টাকার গাছ কাটা হয়েছে।
তবে পরিবেশ ও বনের অন্যান্য ক্ষতি ধরে প্রায় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এজন্য মন্ত্রণালয়কে সংষদীয় কমিটি অচিরেই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার তাগিদ দিয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ সময় কমিটি সদস্য নবী নেওয়াজ ও ইয়াছিন আলী উপস্থিত ছিলেন।
এসএস/