সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আন্তর্জাতিক কারী-হাফেজদের তেলাওয়াতে মুগ্ধ হাটহাজারীবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার শানদার কেরাত মাহফিল আজ (২৭ ডিসেম্বর) বুধবার হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

আজীমুশশান কেরাত মাহফিলে অংশগ্রহণ করেছেন, ভারতের দারুল উলূম দেওবন্দের কেরাত বিভাগীয় প্রধান, কারী আব্দুর রউফ বুলন্দশহরী, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ তরীকুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আহসান উল্লাহ আওয়ার ইসলামকে জানান, কারী এ.কে.এম. ফিরোজ, কারী আমজাদ, সাইদুল ইসলাম আসাদ, শিশু কারী আবু রায়হান, শিশু কারী মাহমুদ, হাফেজ সাইফুর রহমান তকী, হাফেজ জাকারিয়াসহ আজকের আমন্ত্রিত কারীরা সকলেই উপস্থিত হয়েছেন৷

এছাড়াও, মিশর,পাকিস্থান, ভারত থেকে আগত কারী সাহেবগণও আজকের মাহফিলে কেরাত পরিবেশন করেছেন৷ কেরাত মাহফিলে সভাপতিত্ব করেছেন, কারী মাওলানা ইউসুফ, কারী মাওলানা আব্দুল মালেক, কারী মাওলানা জহিরুল হক, কারী মাওলানা আব্দুর রহমান।

উল্লেখ্য, উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে তিন ব্যাপি মাহফিল চলছে। প্রথম দিন কেরাত মাহফিল, শেষ দু'দিন তাফসীরুল কুরআন মাহফিল।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ