রশীদ আহমদঃ:সম্প্রতি নিউইয়র্কে কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে যাওয়ার প্রেক্ষিতে নিউইয়র্কের ইমাম ও আলেমদের সংগঠন 'ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ‘ইউএসএ’ একটি সার্বজনীন আলোচনা সভার আয়োজন করে।
গত ১৯শে ডিসেম্বর মঙ্গলবার রাত আটটায় জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা রফিক আহমদ রেফায়ীর সভাপতিত্বে ‘সন্ত্রাস প্রতিরোধে মসজিদের ইমাম ও আলেমদের করণীয়’ শীর্ষক আলোচনা সভাটি সঞ্চালনা করেন সেক্রেটারী মাওলানা শাব্বীর আহমদ ও জয়েন্ট সেক্রেটারী মুফতি মুহাম্মদ ইসমাঈল নূরী।
হাফেজ মাওলানা আবদুল কাইয়ুম এর কুরআন তেলাওয়াতে সূচিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা আজির উদ্দীন।লিখিত আকারে মূল বক্তব্য পাঠ করেন যথাক্রমে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, ইমাম মাওলানা আহমদ আবু সুফিয়ান(ইংলিশ), কোষাধ্যক্ষ ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া(বাংলা)।
মেহমান হিসেবে বক্তব্য রাখেন মেয়র এডভাইজর ড. সারা সায়ীদ, এটর্নী মঈন চৌধুরী, আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, সদ্য সমাপ্ত নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ, মি. এন্থনী ডনোভিউ, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারী মোঃ রুহুল আমিন সিদ্দিক, ষ্টেট চ্যাপলেইন ইমাম মুফতি আবদুল্লাহ, মুসলিম এনওয়াইপিডি ক্যাপটেন আদিল রানা,সাংবাদিক ইমরান আনসারী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবদুর রহমান খান, মাওলানা এম কে রহমান মাহমুদ, ইয়র্ক বাংলা সম্পাদক মাওলানা রশীদ আহমদ।
এসএস/