শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮

বাংলাদেশ খেলাফত মজলিস কাতার শাখার নতুন কমিটির শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস কাতার শাখা মজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের ২০১৮-১৯ সেশনের নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

শপথ পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান অভিভাবক পরিষদের সহ সভাপতি, কাতার ধর্মমন্ত্রনালয়ের ইমাম হাফেজ মাওলানা বিন ইয়মীন।

সভাপতি, সেক্রেটারি ও নির্বাহী পরিষদের দায়িত্বশীল হিসেবে যথাক্রমে শপথ গ্রহণ করছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব, ইসলামি কালচারাল সেন্টারের স্বনামধন্য মুফতি আল্লামা ফরীদ আহমদ ফরিদী, বিশিষ্ট আলেমে দীন আল্লামা মুশাহিদুর রহমান, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা হারুনুর রশীদ, হাফেজ মাওলানা আব্দুল বারী, হাফেজ মাওলানা মুফতি ইউসুফ, হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, সহ সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, হাফেজ মাওলানা মাহবুব আব্দুল মতিন, হাফেজ মাওলানা মুখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুমান আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ চৌধুরী, হাফেজ মাওলানা রেজাইল করীম, বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা মুছা আবুল খায়ের সহ বায়তুল মাল সম্পাদক হাফেজ মাওলানা ফয়সাল মুজিব, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, দাওয়া সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মাদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মাসুদ কায়সার, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা জাকারিয়া, সাহিত্য, প্রকাশনা ও প্রচার সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মাজিদ, সদস্য হাফেজ মাওলানা আবুল বাশার, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, হাফেজ মাওলানা হারুনুর রশীদ হাফেজ মাওলানা শরিফুদ্দিন।

সভাপতির বক্তব্যে মুফতি ফরীদ আহমদ ফরিদী বলেন, আমরা আজ যে বিষয়ের উপর শপথ গ্রহণ করলাম তা আমরা যেনো যথাসাধ্য মেনে চলার চেষ্টা করি। এমন কোনো কাজ না করি যা সংগঠনের ক্ষতি করবে। অন্যথায় কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তায়ালার কাছে আমাদেরকে জবাবদেহী করতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের সেক্রেটারি হাফেজ মাওলানা মুশাহিদুর রহমান বলেন আমাদের নির্বহী বৈঠকে যা আলোচনা হয় তা সংগঠনের আমানত। আমরা কেউ যেনো সেই আমানতের খেয়ানত না করি।

অনুষ্টান শেষে বাংলাদেশ বিমান বন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানী বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাো হয়।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ