ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি
আজ সোমবার দুপুরে টেকনাফ উপজেলা কে.জি স্কুল ময়দানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক পবিত্র জেরুজালেম নগরীকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে টেকনাফ উপজেলার সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে বিশাল সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সমাবেশ টেকনাফএর স্মরণাতীত কালের সর্ব বৃহত্তম দ্বীনি সমাবেশে রূপান্তরিত হয়েছে।
টেকনাফ উপজেলার সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে আয়াজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফ আসনের জনপ্রিয় এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি।
পরিষদ সভাপতি মাওলানা মাহবূবুর রহমান মুজাহেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান বক্তার আলোচনায় টেকনাফ জামিয়ার শায়খুল হাদীস ও মুহতামিম মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প এর অনৈতিক সিদ্ধান্তের কারণে ওআইসিভুক্ত সকল দেশসহ জাতিসংঘের ১২৮টি বৃত্তম দেশ তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ৩৫টি দেশ নিরবতার ভূমিকা পালন করেছেন। আমেরিকা ও ইসরাঈলসহ মাত্র ৯টি দেশ তার পক্ষে সমর্থন করেছে।
তিনি বলেন, বলতে গেলে সারা পৃথিবী তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরও তিনি তার সিদ্ধান্ত এখনো পর্যন্ত প্রত্যাহার করেন নাই।
মুফতি কিফায়াতুল্লাহ শফিক অশ্রু সজল নয়নে বলেন, আজকের এই ময়দানে সমবেত আমরা হাজার হাজার মুসলমান সর্ব শক্তিমান আল্লাহ তা‘আলার শাহী দরবারে ডোনাল ট্রাম্পের বিরুদ্ধে সম্মিলিতভাবে ফরিয়াদ করবো সারা বিশ্বের মুসলমান যদি এইভাবে ফরিয়াদ করে আমার দৃঢ় বিশ্বাস বিশ্বের দুইশত কোটি মুসলমানের চোখের পানির বন্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প এর অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না ইনশা আল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, বাহারছড়া ইউপির চেয়ারম্যান মাওলানা আজীজুদ্দীন, মাওলানা আবদুল হক হক্কানী মাওলানা আলী আহমদ, মালানা নুর আহমদ, মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির প্রমুখ।
এইচজে