শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

ইচ্ছে করে মুসলিমদের প্রান্তিক করে দিচ্ছে বিজেপি, কংগ্রেস : আসাদুদ্দিন ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুজরাত ভোটে বিজেপি, কংগ্রেস দুই দলই ইচ্ছে করে মুসলমানদের দূরে সরিয়ে রাখে। এমনই অভিযোগ করলেন ভারতের আলোচিত মুসলিম নেতা ও মজলিসে এত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি।

তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ভোটপ্রচার চলাকালীন এত মন্দিরে মন্দিরে ঘুরলেন, একবারও কোনও মসজিদে তাঁদের দেখা গেল না কেন?

হায়দরাবাদের সাংসদ ওয়াইসির অভিযোগ, বিজেপি, কংগ্রেস জেনেশুনেই ভোটপ্রচারে একবারও মুসলমানদের ক্ষমতায়নের কথা বলেনি, বলেনি তাদের প্রতিনিধিত্বের কথাও। এর প্রমাণ, বিজেপি মুসলমানদের একটাও টিকিট দেয়নি, কংগ্রেস দেয় মাত্র ৬ জনকে। তাঁদের মধ্যে মাত্র ৩ জন ভোটে জিতেছেন, তার মানে গুজরাত বিধানসভায় মুসলমানদের কথা বলবেন এমন লোক হাতে গোনা।

ওয়াইসির আরও অভিযোগ, নরেন্দ্র মোদী ও রাহুল গাঁধী ভোটপ্রচারে বেরিয়ে অসংখ্য মন্দির সফর করেছেন। একটাও মসজিদ কি তাঁদের যাত্রাপথে পড়েনি। ধর্মকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে মুসলমানদের একপাশে ঠেলে দেওয়া গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, দীর্ঘমেয়াদে রাজনীতিও এর ফলে উপকৃত হবে না।

এরপরই ওয়াইসির সেই আলোচিত মন্তব্য, তাঁরা যখন সবুজ রং পরবেন, তখন চারদিক সবুজ হয়ে যাবে। আর কোনও রং তাঁদের রংয়ের সামনে দাঁড়াতে পারবে না, না মোদীর রং, না কংগ্রেসের রং। কারও রং নয়, শুধু তাঁদের রংই থাকবে, তা হল সবুজ, শুধু সবুজ।

এবিপি নিউজ

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ