আওয়ার ইসলাম : নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেনীর মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা গ্রামের একটি পুকুর থেকে মাদরাসা ছাত্রী খাদিজা খাতুনের (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পুলিশ ওই লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খাদিজার পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাদিজা বিলশা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে এবং বিলশা দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের বাদল ভক্তি (৪২) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও বাদলের ভাতিজা নজরুল ইসলাম (৩৫) কে আটক করেছে। তাদের আটকের পর বিক্ষুব্ধ জনতা বাদল ভক্তি
ও শহিদুল ভক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাদিজাদের বাড়িতে গেলে স্বজনরা খাদিজা হত্যাকান্ডে জড়িতদের ফাঁসি দাবী করছেন। গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুর রহমান সরকার গতকাল সন্ধ্যায় জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বাদল ভক্তির ঘর থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা একটি পিঁড়ি জব্দ করেছে পুলিশ।
আরএম/