সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রসিক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থী বাবলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে অভিযোগ করে প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা।

এসময় বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

১৯৩টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ১১৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী মোস্তাফিজুর রাহমান ১ লাখ ২৩ হাজার ৩৫ ভোট পেয়েছেন।

এর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ৩৯ হাজার ৫০২ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী কাওসার জামান পেয়েছেন ২০ হাজার ১৮০ ভোট।

রসিকের ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে এখনও চলছে ভোট গণনা। মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা।

রংপুরে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৬৫ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে রংপুর সিটিতে ভালো অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গোলাম মোস্তফা বাবু।

রসিক নির্বাচন : লাঙ্গল নৌকার পরেই হাতপাখার অবস্থান 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ