সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কিছু শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষকদের স্থান সবার উপরে। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। কিন্তু দুঃখের বিষয়, কিছু শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। এ থেকে তাদের বেরিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিন বলেন, শর্ত মেনে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কেই স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘একটি দেশ গড়তে শিক্ষার কোনও বিকল্প নেই। সবার সহযোগিতায় আমরা যুগোপযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন করেছি। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই আইন মানতে হবে।’

শর্ত না মানলে আমরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করে দেবো জানিয়ে তিনি আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে এ শর্ত না রাখতে অনেকেই চাপ দিয়েছেন। কিন্তু আমরা সিদ্ধান্ত থেকে সরে আসিনি। আমাদের লক্ষ্য হচ্ছে, নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের সহযোগী হিসেবে গড়ে তোলা। গতানুগতিক শিক্ষায় এটা হবে না, এজন্য প্রয়োজন আমূল পরিবর্তন। একজন শিক্ষার্থীকে শুধু শিক্ষা নয়, সৎ, ভালো ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।’

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ