পাবনা: দেশের প্রায় প্রতিটি অঞ্চলে শীতকালে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসব মাহফিলের ব্যয় নির্বাহের জন্য কালেকশন করা হয়। মাহফিলে আসা শ্রোতারা নিজের সামর্থ অনুযায়ী দান করেন। তবে অনেক ব্যতিক্রমও ঘটে।
গতকাল পাবনার চাটমোহরে ইসলামী সম্মেলনে কালেকশনের সময় প্রধান বক্তা নিজেই দান করলেন ৫০ হাজার টাকা। তিনি মওলানা মুহাম্মদ তোফাজ্জল হোসেন ভৈরবী।
জানা যায়, ইসলামি ওই জালছায় হাজার হাজার মুসুল্লীর উপস্থিতি ও আয়োজকদের আয়োজনে মুগ্ধ হয়ে মাহফিলের প্রধান বক্তা আলহাজ্ব মওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী নিজেই মাদরাসার উন্নতিকল্পে ৫০ হাজার টাকা দান করেন।
ব্যতিক্রমধর্মী এই ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে পাবনার চাটমোহর উপজেলার ছোট গুয়াখড়া, চিরইল, সাড়োরা, ইচাখালী সম্মিলিত হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ মাহফিলে।
মাহফিলের প্রধান বক্তা হিসেবে সেখানে উপস্থিত হয়ে ওয়াজ শেষে মওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ঐ প্রতিষ্ঠানে উপরোক্ত টাকা দান করেন।
মাহফিলে মাদরাসার ৩ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। প্রধান বক্তার এমন দৃষ্টান্তমূলক উদ্যোগ উপস্থিত মুসল্লী ও চাটমোহরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়।