এম.তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ২১ ডিসেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। টাঙ্গাইল শহরের ধুলেরচর মাদ্রাসা সংলগ্ন এলাকা ময়দানে এ ইজতেমা অনুষ্ঠিত হবে । আগামী ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন তাবলিগি মুরব্বিরা ।
টাঙ্গাইল সদর উপজেলাসহ জেলার ১২ টি উপজেলা থেকে বিভিন্ন বয়সী তাবলিগি সাথীরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। টাঙ্গাইল জেলা ছাড়াও আশপাশের অন্যান্য জেলার তাবলিগি সাথীরা ইজতেমায় অংশগ্রহণ করবেন। বিদেশি তাবলিগি সাথীরাও টাঙ্গাইল জেলা ইজতেমায় অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় তাবলিগি মুরুব্বিরা।
২১ ডিসেম্বর বাদ ফজর প্রথম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শরু হবে। তিন দিন বয়ান শেষে ২৩ ডিসেম্বর শনিবার সকাল দশটার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, টাঙ্গাইলের ইজতেমায় এ বছর তিন থেকে চার লাখ লোকের সমবেত হতে পারে। বিদেশি মেহমানসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও আসছেন তাবলিগি সাথীরা। এবছর এখান থেকেই সারা বিশ্বে দিনের দাওয়াত নিয়ে বেড়িয়ে যাবেন মুসল্লিরা।
টাঙ্গাইল জেলা তাবলিগি মুরব্বি মাওলানা আব্দুল হাই বলেন, বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হওয়ার পরও তুরাগ তীরে মুসল্লিদের জায়গা সঙ্কুলান হয় না । এতে মুরব্বিরা সিদ্ধান্ত নিয়েছেন, ৩২ জেলাকেই দুই পর্বে ভাগ করে ইজতেমা অনুষ্ঠিত করার ।
৩২ জেলার মধ্যে টাঙ্গাইল জেলার নাম না থাকায় ২০১৫ সালে টাঙ্গাইলের মুসল্লিরা প্রথম জেলা ভিত্তিক ইজতেমার আয়োজন করেন। একইভাবে এবছরও জেলা ভিত্তিক আয়োজন করা হয়েছে টাঙ্গাইল জেলা ইজতেমা ।
এসএস/