চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহতদের পরিবার ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে।
প্রশাসন নিহত ৯ জনের পরিবারকে ক্ষতিপূরণ দিবে।
গতকাল সাবেক মেয়র মহিউদ্দিনের কুলখানি উপলক্ষে স্থানীয় রিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত মেজবানির খাবার খেতে গিয়ে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়।
মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে চট্টগ্রাম নগরীর মোট ১৪টি কমিউনিটি সেন্টারে খাবারের আয়োজন করা হয়। রিমা কমিউনিটি সেন্টারে ভিন্ন ধর্মাবলম্বী ১০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়।
স্থানীয় এক ওয়ার্ড কমিশনার জানান, নিহতদের পরিবারকে নগদ ১ লাখ টাকা ও শেষকৃত্য সম্পন্ন করতে ৫ হাজার টাকা দেয়া হবে।