আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর খুনিদের বেহেশত চেয়ে মুনাজাত করা টাঙ্গাইলের দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার গোপালপুর থানায় বিশেষ ক্ষমতা আইন-১৬ ধারায় মামলা দায়ের করেছেন।
আটক অধ্যক্ষকে রবিবার সকালে টাঙ্গাইলে কোর্টে চালান করা হয়। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, আটক অধ্যক্ষকে রবিবার টাঙ্গাইলে কোর্টে চালান করা হয়।
এই অধ্যক্ষের বাড়ি কুমিল্লা জেলার ভাঙ্গুরা বাজার (পুরাতন মুরাদনগর) থানা এলাাকায়। তিনি এর আগে জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর কালিম মাদ্রাসায় ১৯৯৯ সালে থেকে ২০০৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।
ওসি বলেন, আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি তিনি জামায়াত-শিবির কিংবা রাষ্ট্রবিরোধী জঙ্গি সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত কিনা। ওসি আরো জানান, অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তিনি মুখ ফসকে ভুলে এসব কথা বলেছেন বলে দাবি করেন।
মামলা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার সকাল ৮টায় গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের আগে একাত্তরের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে নেতৃত্ব দেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন, ওসি হাসান আল মামুন, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌর মেয়র রকিবুল হক ছানা, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক এডভোকেট কেএম আব্দুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা এবং মিডিয়া কর্মীরা।
দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার বলেন, হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত নসিব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেস্ত নসিব করো। দোয়া অনুষ্ঠানে তার এ ধরনের বক্তবে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
বিজয় দিবসে বঙ্গবন্ধুর খুনিদের বেহেশত কামনা করে মুনাজাত, অধ্যক্ষ আটক