জাকারিয়া আল হোসাইন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন বলেছেন, কৃষি এবং কৃষকের জেলা নীলফামারী জেলাকে ঘুষ মুক্ত জেলা হিসেবে দেখতে চাই।
গতকাল নীলফামারী জেলা ডিমলা থানার অন্তর্গত বিন্নাকুরী এলাকায় অনুষ্ঠিত হয় এক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নীলফামারী জেলা কৃষি এবং কৃষকের জেলা। এখানে প্রচুর বন্যা হওয়ার পরেও এবছর কৃষকরা প্রচুর ধান পেয়েছে। এখন আর কেউ না খেয়ে থাকে না।
কিন্তু এই জেলাতে ঘুষ বেড়ে গেছে।সাধারণ মানুষকে ঘুষ দিতে হচ্ছে প্রতিনিয়ত। আর ঘুষের টাকায় পেট ভরে নিচ্ছে নেতারা। আর ঘুষ নয় নীলফামারীকে ঘুষমুক্ত দেখতে চাই।
এলাকাবাসীকে ঘুষ না দেয়ার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ ঘুষ দিবেন না। এব্যপারে সবাই সতর্ক থাকবেন এবং প্রতিরোধ গড়ে তুলবেন। সবশেষে দেশের উন্নয়নমূলক কাজের কথা বলে তিনি বক্তব্য শেষ করেন।
এসএস/