শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মসজিদে নববি থেকে ডেইলি মাই নিউজের পথচলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৬ ডিসেম্বর মসজিদে নববি প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডেইলি মাই নিউজের পথ চলা শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বাদ ঈশা মসজিদে নববীতে একটি সুন্দর, সংক্ষিপ্ত ও চমৎকার উদ্বোধনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেইলি মাই নিউজের-এর সম্পাদক যাকারিয়্যা মাহমূদের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক কাউসার জামীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আলেম সাইয়েদ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, বিশেষ অতিথি ছিলেন মদীনার তইবা ইউনিভার্সিটির স্বনামধন্য শিক্ষক প্রফেসর ডক্টর মঞ্জুরুল হক, মদীনা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মুহাম্মাদ আযীয ফুরকান মাই নিউজের সহকারী সম্পাদক মুহাম্মাদ নাসরুল্লাহ ওমরী।

অনুষ্ঠানের শুরুতে কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন মদিনা বিশ্ববিদ্যালয়ের শরীয়া ফ্যাকাল্টির শিক্ষার্থী মুহাম্মাদ নুরুল্লাহ সাঈদ।

অনুষ্ঠানে শুভ কামনা জ্ঞাপন করেছেন আওয়ার ইসলাম ২৪ এর- সম্পাদক হুমায়ুন আইয়ুব, নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, ইসলামী ঐক্যজোটের যুগ্ন মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাযী, দাম্মাম ইসলামিক সেন্টারের বিশিষ্ট দায়ী শাইখ আহমদুল্লাহ, দৈনিক আলোকিত বাংলাদেশের সহকারী সম্পাদক আলী হাসান তৈয়ব, ইসলামী লেখক ফোরামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলা নিউজের সাংবাদিক, বিশিষ্ট লেখক মুফতি এনায়েতুল্লা, নূরবিডি ডটকমের সম্পাদক, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ শামসুল হুদা

ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মুহাম্মাদ খোরশেদ আলম, স্কুল অব দ্যা হলি কুরআনের প্রিন্সিপাল মাওলানা মোস্তফা আল মাদানী, মাসিক আরবি পত্রিকা আলহেরার ও ডেইলি মাই নিউজ-এর আরবি এডিশনের সম্পাদক বিশিষ্ট লেখক মুফতি মুহাম্মাদ শোয়াইব, প্রবাসীকাল ডটকমের নির্বাহী সম্পাদক শাহাদাত হুসাইন ও সহকারী সম্পাদক ফ্রান্স প্রবাসী আলম মুহাম্মাদ, প্রবাসীকাল ডটকমের কাতার প্রতিনিধি ও ডিবিসি নিউজের সাংবাদিক আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগরের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী মাওলানা ওসমান গনী রাসেল

বিএনপি মদীনা শাখার সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান, মদীনা সাংবাদিক পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, আরটিভি প্রতিনিধি মুছা আবদুল জলিল, সিনিয়র সহসভাপতি কবি ফ.ই.ম. ফরহাদ ও সাধারণ সম্পাদক এনটিভি মদীনা প্রতিনিধি মুহাম্মাদ আলী রাশেদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর কেন্দ্রীয় নেতা রায়হান খান, বিশিষ্ট ইতালি প্রবাসী কমিউনিটি নেতা শোয়াইব হক প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, একবিংশ শতাব্দীর এই চ্যালেঞ্জ মোকাবেলায় মিডিয়ার কোন বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য প্রকাশে মাই নিউজ বলিষ্ঠ পদক্ষেপে সম্মুখপানে এগিয়ে যাবে আশা করি।

বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মঞ্জুরুল হক বলেন, মাই নিউজ যেন একটি আদর্শ নিউজের ঠিকানা হয় এবং ইসলামি মূল্যবোধের প্রচার-প্রসার ও মানুষের কল্যাণে কাজ করতে পারে এই কামনাই করি, তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জন করা যত সহজ তার চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন, সুতরাং আমি বলবো শুধু পত্রিকা করলেই চলবে না তা টিকিয়ে রাখারও ব্যবস্থা করতে হবে।

গবেষক মুহাম্মাদ আযীয ফুরকান বলেন, মাই নিউজ অন্যান্য নিউজ পোর্টালের চেয়ে ব্যতিক্রম একটি অবস্থান তৈরি করবে বলে আমি আশাবাদী। কারণ এখানে যোগ্যতা, দক্ষতা ও মেধার সমন্বয় আছে, প্রতিভাবান তরুণদের সম্মিলন আছে, তাই মাই নিউজ ইনশা আল্লাহ্‌ মিডিয়ার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমি আশাবাদী।

মাই নিউজের সহকারী সম্পাদক বলেন, যে কোন রাষ্ট্রে সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। এখানেই মানুষ তার প্রতিচ্ছবি দেখতে পায়। তাই আল্লাহ্‌র করুণা অতঃপর আপনাদের নেক দোয়ার বরকতে মাই নিউজ সকল অশুভ শক্তিকে পেছেনে ফেলে সম্মুখপাণে এগিয়ে যাবে ইনশা আল্লাহ্‌।

সভাপতির বক্তব্যে ডেইলি মাই নিউজ-এর সম্পাদক যাকারিয়্যা মাহমূদ মাই নিউজের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্ত করে বলেন, গতানুগতিক ২৪ ঘণ্টার অনলাইন নিউজ পোর্টালবিলাস থেকে বেরিয়ে বাস্তবমুখী, কার্যকর, শক্তিশালী, প্রতিষ্ঠিত, টেকসই ও বলিষ্ঠ একটি মিডিয়ার স্বপ্ন লালন থেকেই মাই নিউজের জন্ম।

মাই নিউজ সৃজনশীল ও সমৃদ্ধশালী একটি সংবাদ মাধ্যম। সেক্যুলার ও ধর্মবিদ্বেষী মিডিয়ার অপপ্রচার ও আগ্রাসন প্রতিরোধে বস্তুনিষ্ঠও সংবাদ পরিবেশনা ও তাওহীদ ভিত্তিক শক্তিশালী একটি অনলাইন দৈনিক। পবিত্র কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে ইসলামের সঠিক চিত্র প্রচার-প্রসারের পাশাপাশি বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ ও মানবতার খবরাখবর তুলে ধরাই এর একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, ডেইলি মাই নিউজ দেশের একমাত্র ও প্রথম বাংলা এবং আরবি দৈনিক। দুটি ভাষাতেই একসঙ্গে প্রকাশ হচ্ছে। কিছু সৎ, মেধাবী সংবাদিক, রিপোর্টার, লেখক ও যোগ্য তারুণ্যের সমন্বয়ে শুরু হল আমাদের পথ চলা। নতুন এই পথ চলায় আশা করি আমরা আপনাদের সাথে পাবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেয মাওলানা রেজাউল করীম, মাওলানা মুহাম্মাদ আরাফাতসহ আরও অনেকেই।

সবশেষে উপস্থিত সকল অতিথিদের সামনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্মিলিতভাবে ওয়েবসাইটের লিঙ্ক বাটন ক্লিক করে ডেইলি মাই নিউজের (dailymynews.com) এর শুভ উদ্বোধন করেন। অতঃপর প্রধান অতিথির মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে মাই নিউজ-এর কাঙ্ক্ষিতভাবে পথ চলা ও সার্বিক সাফল্যের জন্য বিশেষ দু‘আ করা হয়।

মাই নিউজের সম্পাদক যাকারিয়্যা মাহমূদ সকলকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ