সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলা, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে বিজয় দিবসের মিছিলে পেট্রোল বোমা হামলা হয়েছে।এতে রিকশাচালকসহ ২ জন আহত হয়েছেন।

শনিবার রাত ৮.৩০ মিনিটে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রিকশাচালক গুরুতর আহত হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. ফাতিহা ইয়াসমিন অন্তরা জানান, রিকশাচালক মতি মিয়ার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তবে গভীর কোনও ক্ষত হয়নি। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী শাহগঞ্জ এলাকার সোহাগ মিয়া জানান, রাত ৮.৩০ মিনিটের দিকে শাহগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল নিয়ে শাহগঞ্জ বাজার প্রদক্ষিণ করছিলো। তখন শাহগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ থেকে অজ্ঞাত ব্যক্তিরা ৬/৭টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে মিছিল ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এসময় রিকশা নিয়ে বসে থাকা ফুলবাড়িয়া গ্রামের মতি মিয়া ও শাহগঞ্জ বাজারের দোকানি রফিকুল ইসলাম আহত হয়।

আহত মতি মিয়ার ছোট ভাই রইস মিয়া জানান, বোমা হামলায় তার ভাই মতি মিয়ার রিকশাটিও পুড়ে গেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেছেন তিনি।

শাহগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, বিজয় মিছিলকে লক্ষ্য করেই হামলাকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। জড়িতরা পুলিশের নিরপেক্ষ তদন্তে বের হয়ে আসবে বলে জানান তিনি।

পেট্রোল বোমা হামলার কথা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজি জানান, হামলার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ