সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

গৌরীপুরে পেট্রোল বোমার হামলার নেপথ্যে আ.লীগের অভ্যন্তরীণ কোন্দল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে পেট্রোল বোমা হামলার ১৬ দিনের মাথায় আবারও গৌরীপুরের শাহগঞ্জ বাজারে আওয়ামী লীগের বিজয় মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন দলটির একাধিক নেতা। দীর্ঘদিন ধরে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি না থাকায় দলীয় রাজনীতিতে কোন্দল চরম আকার ধারণ করেছেও বলে জানান তারা।

গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রয়াত সংসদ সদস্য ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির তার সময়ে শাহগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লস্কর বেপারি ও সাধারণ সম্পাদক সোহেল মিয়াসহ নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে সম্মেলন ছাড়াই পকেট কমিটি করেন।

কমিটি গঠনকে কেন্দ্র করে ওই সময় থেকেই ওই ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে অভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হয়। এরই জেরে গত ৩০ নভেম্বর যুবলীগের সম্মেলনে শাহগঞ্জ যুবলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়।’

তিনি আরও বলেন, ‘গতকাল বিজয় দিবসেও লস্কর বেপারী গ্রুপ ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তরের নেতৃত্বে আলাদা কর্মসূচি পালন করা হয়। এরই জেরে বিকালের পর থেকে দুই পক্ষই মুখোমুখি অবস্থান নেয়।

রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান শহিদুলের নেতৃত্বে বিজয় মিছিল নিয়ে দলীয় শোডাউন করার সময় ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ থেকে পেট্রোল বোমা হামলার ঘটনাটি ঘটেছে।’
তিনি বলেন, ‘সম্মেলনের মাধ্যমে কমিটি না থাকায় গৌরীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে কোনও নিয়ন্ত্রণ নাই।’

এদিকে শাহগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অন্তর বলেন, ‘কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা মোর্শেদুজ্জামান সেলিমের অনুসারী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি গ্রুপ শাহগঞ্জ বাজারে সিএনজি ও অটোরিকশা থেকে ২০ টাকা করে চাঁদা ওঠাতো।

১৫/২০ দিন আগে চাঁদা ওঠানো বন্ধ করে দেওয়া হয়। এরই জেরে আব্দুল কুদ্দুস ও সাবেক আওয়ামী লীগ সভাপতি লস্কর বেপারির লোকজন ক্ষুব্ধ হয়ে প্রথমে ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষ ভাঙচুর করে। পরে মিছিলকে লক্ষ্য করে ছাদ থেকে ৬/৭টি পেট্রোল বোমা হামলা চালায়। এ ঘটনায় আমি বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা মোর্শেদুজ্জামান সেলিম বলেন, ‘৩০ নভেম্বর যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে পেট্রোল বোমা হামলা হয়েছিল। এরই ধারাবহিকতায় শাহগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে কোন্দলের জেরে আবারও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে কী পরিমাণ পেট্রোল বোমা গৌরীপুরে ঢুকেছে এটা নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা শঙ্কিত।’

সেলিম আরও বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে সারাদেশের মতো গৌরীপুরে বেশ কয়েকটি হামলা হয়েছিল। দীর্ঘদিন পরে আওয়ামী লীগ দলীয় কোন্দলে আবারও পেট্রোল বোমা হামলার মতো ঘটনা দুই বার ঘটে গেলো। এটা রাজনীতিতে অশনি সংকেত।’

উল্লেখ্য, শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর উপজেলার শাহগঞ্জ বাজারে বিজয় দিবসের মিছিলে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এতে রিকশাচালকসহ দুই জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ