মুজাহিদুল ইসলাম, খুলনা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজাম্মেল হক কাসিমী বলেছেন, জেরুসালেমকে ট্রাম্পের ইসরাইলের রাজধানী ঘোষণা তৃতীয় বিশ্বযুদ্ধকেই উস্কে দিচ্ছে।
তিনি বলেন, এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প বিশ্বব্যাপী সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাচ্ছে।আমরা অবিলম্বে ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাহার ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবী জানাচ্ছি।
গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনার প্রাণকেন্দ্র বায়তুন নূর মসজিদে ইসলামী আন্দোলনের নেতৃত্বে এক সংক্ষিপ্ত সভা শেষে একবিশাল বিক্ষোভ মিছিল নগরীর ডাক-বাংলা, হাদীসপার্ক ঘুরে মিনাবাজারে এসে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইতিহাস বলে ১ম ও ২য় বিশ্বযুদ্ধ ইহুদী সম্প্রদায়ের কারণেই সংঘটিত হয়েছে। মুসলিম জাতি হিসেবে আমরা চাই না, বিশ্বে আবার নতুন করে অরাজকতা সৃষ্টি হোক। আরেকটি বিশ্বযুদ্ধের ক্ষেত্র তৈরি হোক।
নগর সহ-সভাপতি নাসির উদ্দিন, মুফতি আমানুল্লাহসহ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা দক্ষিণের উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা কার্যালয়ে শাখা সভাপতি কে এম আব্বাস আলীর সভাপতিত্বে একাত্তরের বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়৷৷
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাও. মুজাম্মিল হক৷ বিশেষ অতিথি ছিলেন শেখ মু নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করীম, মুফতি আমানউল্লাহ৷
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, আব্দুস সালাম জায়েফ, মু.ইয়ামিন মোল্লা, মু.কাজী আল আমিন, মু.মইনুল ইসলাম, এস এম শাহিন, মু.নুরে আলম সিদ্দীকি, মু.শফিকুর রহমান, মু.আল আমিন শেখ, মু.মামুন অর রশিদ,মু.নাজমূল হুদা,আবু রায়হান,মু রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ৷
এসএস/