সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

সখীপুরে নও মুসলিমদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে হিন্দু ধর্ম থেকে স্ব-পরিবারে মুসলিম হওয়া জাহিদ হোসেন খাঁন ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর-বেড়বাড়ী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ভোলা’র সভাপতিত্বে নওমুসলিমদের নামে মিথ্যা মামলা অবিলম্ভে প্রত্যাহারের দাবি জানিয়ে সাবেক যাদবপুর ইউপি চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন ধলা, নও মুসলিম মো. শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে যাদবপুর, বেড়বাড়ী, চাকদহ, নাইকানীবাড়ী, রতনপুর, দাড়িয়াপুর, দেওবাড়ী, পাহাড়কাঞ্চনপুর গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, উপজেলার চাকদহ গ্রামের মৃত আবদুল খালেকের মেয়ে তাহমিনা আক্তার রিতা’র সঙ্গে একই গ্রামের নও মুসলিম শহিদুল ইসলামের ছেলে জাহিদ হোসেন খানের ২০১৩ সালে ১০ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রী তাহমিনা আক্তার রিতা দেনমোহরের ১০ লাখ টাকার লোভে নানা তাল বাহানা শুরু করে।

সামাজিকভাবে উভয় পরিবারকে নিয়ে বেশ কয়েকবার এ নিয়ে সালিশী বৈঠকও হয়। স্ত্রী তাহমিনা আক্তার রিতা কিছুতেই স্বামীর সংসারে আর ফিরে আসেনি। অবশেষে তাহমিনা আক্তার রিতা তাঁর স্বামী,শ্বশুড়,শ্বাশুড়ি,ভাসুরের নামে গত ২৮ নভেম্বর টাঙ্গাইল আদালতে হয়রানি মূলক মিথ্যা নারী নির্যাতন ও যৌতুক এবং দেনমোহরের দাবিতে মামলা দায়ের করেন।

নও মুসলিম জাহিদ হোসেন খান বলেন, ভালবাসার কারণে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছি। তারই প্রতিদান স্বরুপ আমার স্ত্রী আমার এবং আমার পরিবারের নামে মিথ্যা হয়রানি মূলক মামলা করেছে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ