আওয়ার ইসলাম: নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রথম ঝগড়া পরে সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। এতে নারীসহ আটজন আহত হয়েছে।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জে গজারিয়ায় বালুয়াকিাদি ইউনিয়নে এ ঘটনা ঘটে। এশার নামাজের সময় কাতার সোজা করা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
সংঘর্ষে আহতরা হলেন জাহর আলী (৭০), তার স্ত্রী সাফিয়া বেগম (৫৫), মা ফাতেমা (৩৩), ছেলে আল-আমিন (২৪), ভাতিজা ইমরান (২৭), প্রতিবেশী রোকসানা (৩৫), আরিফ (২৭) ও ফয়সাল (৩০)।
৮ জনের মধ্যে জাহর আলীর অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের সময় কাতার সোজা করা নিয়ে জাহর আলী ও জহির উল্লাহর মধ্যে কথাকাটাকাটি হয়। পরে নামাজ শেষে জহির উল্লাহর সমর্থকরা জাহর আলীর বাড়িতে হামলা চালায়। এতে উভয়পক্ষের আটজন আহত হয়।
গজারিয়া থানার ওসি হারুন-অর-রশীদ বলেন, মারামারির কথা শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে