সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মাদ্রাসাছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফকতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসাছাত্রী সাওদা আক্তারকে ছুরিকাঘাত করার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সাওদা আক্তারের বাবা বাকি বিল্লাল বৃহস্পতিবার নান্দাইল মডেল থানায় মামলাটি দায়ের করেন।

সূত্র জানায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাওদাকে ছুরিকাঘাত করে একই এলাকার আল আমিনের ছেলে মিয়াদ হোসেন ওরফে সিনজন (১৬)।

মিয়াদ ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- একই এলাকার রিয়াদ উদ্দিন সরকারের ছেলে রাব্বি (১৬), ফেরদৌস মিয়ার ছেলে নোমান মিয়া (২০), ফারুক মিয়া (৫০), আল আমিন (৪৫) ও আল আমিনের স্ত্রী কণা আক্তার (৩৫)।

ইতোমধ্যে পুলিশ নোমান মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

এ মামলার তদন্তকারী নান্দাইল মডেল থানার উপপরিদর্শক নুরুল হুদা জানান, আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার মিয়াদ হোসেন প্রকাশ্য দিবালোকে ওই মাদ্রাসাছাত্রীর ওপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ