আওয়ার ইসলাম: ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে অং সান সু চি'র নাম অপসারণ করছেন আয়ারল্যান্ড। দেশটির ডাবলিন শহরের কাউন্সিলররা ভোটের মাধ্যমে খেতাব কেড়ে নেন সুচির। মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা ও তাদের দেশত্যাগে বাধ্য করায় সুচির বিরুদ্ধে এ উদ্যোগ নেন তারা।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন বলা হয়, সু চি'কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তাঁর 'ফ্রিডম অব ডাবলিন' পুরস্কার ফিরিয়ে দেন।
রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো অত্যাচার উপেক্ষা করার অভিযোগ করা হয়েছে সু চি'র বিরুদ্ধে; সাম্প্রতিক সহিংসতা এড়াতে ৫ লক্ষেরও বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
আয়ারল্যান্ডের সরকারি বার্তাসংস্থার তথ্য অনুযায়ী, ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি'কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।
এর আগে নভেম্বরে সু চি'র 'ফ্রিডম অব দি সিটি' খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল।
অক্সফোর্ডের সেন্ট হিউ'স কলেজ, যেখানে সুচি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।
রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘ দিন ধরে আলোচনা সমালোচনা চললেও এখনো মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেয়নি। বরং তারা নানা সময়ে নানারকম পন্থ অবলম্বন করে সময় ক্ষেপন করে যাচ্ছে।
ওআইসি’র জরুরি সম্মেলনে কেন যাননি সৌদি বাদশা কিংবা যুবরাজ?